প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলো যোধপুর জেলা এবং সেশন কোর্ট। সোমবার বিচারক রাঘবেন্দ্র কচ্ছাবাহ অভিনেতাকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার এ নির্দেশ দিয়েছেন।
সোমবার হরিণ হত্যা ও অস্ত্র আইনে মামলার শুনানিতে আদালতে হাজির হওয়ার কথা ছিলো সালমান খানের। তবে করোনার কারণে সালমান সশরীরে হাজির হতে পারছেন না বলে জানান ভাইজানের আইনজীবী হস্তিমল সারশ্বত। তাই ওই দিনের শুনানি স্থগিত করে আগামী ২৮ সেপ্টেম্বরের শুনানিতে অভিনেতাকে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক রাঘবেন্দ্র কচ্ছাবাহ।
এ প্রসঙ্গে সালমানের আইনজীবী হস্তিমল সারশ্বত গণমাধ্যমে জানিয়েছেন, 'করোনার কারণে আদালতে সালমান নিজে সশরীরে হাজিরা না দিলে চলে জানিয়ে অনুরোধ করেছিলাম। কিন্তু মাননীয় আদালত তার উপস্থিতি আবশ্যক বলে জানিয়ে দিয়েছেন।'
এর আগে ২০১৮ সালের ৫ এপ্রিলে যোধপুর জেলা আদালতের প্রধান জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। পাশাপাশি সিজিএম আদালতের তরফে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয় অভিনেতাকে। পরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইনের আওতায় দোষী সাব্যস্ত হন তিনি। এরপর জেলা এবং সেশন কোর্ট সেই রায় ৭ এপ্রিল খারিজ করে দেয় এবং জামিনে মুক্তি দেওয়া হয় এই সুপারস্টারকে।
মূলত ১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শ্যুটিং চলাকালীন সালমনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। পরে জানা যায়, যোধপুরের নিকটবর্তী কঙ্গানি গ্রামে দুটি কালো হরিণ শিকারের অভিযোগে ভাইজানের নামে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় নাম অভিযুক্ত ছিলেন সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে এবং তাবুও। তবে আদালত তাদের দোষ খুঁজে না পাওয়ায় এই মামলা থেকে বাকিদের অব্যাহতি দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।