মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। সোমবার ১৭ আগস্ট পার্কটিতে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ডকৃত এই তাপমাত্রা যাচাই করে অনুমোদন দিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। দেশটির পশ্চিমাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং চলতি সপ্তাহে তা আরো বেড়ে যেতে পারে বলে মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে।
সোমবার ডেথ ভ্যালির ফারনেসে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রার আগের রেকর্ডটিও রেকর্ড করা হয়েছিল এই ডেথ ভ্যালিতে। ২০১৩ সালে এখানে ১২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট (৫৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতেই ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬ দশমিক ৬ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করার দাবি করা হয়, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। সূত্র: বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।