বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গহীন সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ছয় জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। এসময় একটি ট্রলার, একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪৬ নম্বর কম্পার্টমেন্টের খাল থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান (৪৩) ও নুর মোহাম্মদ (৩২), গফুর মোড়লের ছেলে মো: ইউসুফ আলী (৩০), আজিজ সরদারের ছেলে শামীম হোসেন (৩০), মোবারক মোড়লের ছেলে মহররম হোসেন (২৩) ও মৃত মাদার মোড়লের ছেলে মোবারক মোড়ল (৫৫) ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১টি ট্রলার, একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামালসহ ৬ জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।