Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুর্কি জঙ্গিবিমান আজারবাইজানে : যৌথ মহড়া শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ২:২২ পিএম

আর্মেনিয়ার সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই আজারবাইনারে পাশে তুরুস্ক। ঈদের ছুটির মধ্যেই দুই দেশ শুরু করেছেন যৌথ মহড়া।

শনিবার যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে আজারবাইজানে প্রবেশ করেছে তুরস্কের কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান। আজারবাইজানে পৌঁছার পর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে স্বাগত জানানো হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাতুলিয়া জানিয়েছে, যৌথ সামরিক মহড়ায় দুই দেশের সেনা ও বিমান বাহিনী অংশ নিচ্ছে। এরইমধ্যে মহড়া শুরু হয়েছে এবং ১০ আগস্ট পর্যন্ত তা চলবে। তবে বিমান মহড়ার ইতি টানা হবে ৫ আগস্ট।

রাজধানী বাকুসহ অন্তত পাঁচটি এলাকায় মহড়া চলছে। জঙ্গিবিমানের পাশাপাশি দুই দেশের সামরিক হেলিকপ্টারও এতে অংশ নিচ্ছে।

আজারবাইজান এমন সময় তুরস্কের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে যখন প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে।

সম্প্রতি আর্মেনিয়ার সেনাবাহিনী সীমান্তে আজারবাইজানের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এর ফলে আজারবাইজানের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। তুরস্কে এ ঘটনায় আজারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে। পার্সটুডে



 

Show all comments
  • জুয়েল ২ আগস্ট, ২০২০, ১০:৫০ পিএম says : 0
    খুব ভালো উদ্যোগ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ