Inqilab Logo

সোমবার , ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪ হিজরী

জঙ্গিবিরোধী সমাবেশ ও মানববন্ধন

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

ঘাটাইলে মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জঙ্গি বিরোধী সমাবেশ ও মানববন্ধন পালন করেছে। জমিয়াতুল মোদার্রেছীন ঘাটাইল উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল বুধবার দুপুরে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। সমাবেশ ও মানববন্ধনে উপজেলার ৩২টি মাদরাসার ৬ শতাধিক শিক্ষক কর্মচারীরা অংশ নেয়। ঘাটাইল দাখিল মাদরাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল বাসস্ট্যান্ডে মানববন্ধন পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি পোড়াবাড়ি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মওলানা জাহিদুল ইসলাম, সধারণ সম্পাদক ঘাটাইল দাখিল মাদরাসার সুপার মো. লিয়াকত আলী, সহ সভাপতি আমিনুল ইসলাম, গারট্র মাদরাসার সুপার দেলোয়ার হোসেন, ফুলহারা দারুসুন্নাহ দাখিল মাদরাসার সুপার মোশারফ হোসেন, শিক্ষক নেতা অধ্যাপক মতিউর রহমান, আজহারুল ইসলাম, মোখলেছুর রহমান, আনিছুর রহমান ও আঃ মজিদ প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবিরোধী সমাবেশ ও মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ