Inqilab Logo

রবিবার , ৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ যিলক্বদ ১৪৪৪ হিজরী

দাউদকান্দিতে প্রকৌশলীকে লাঞ্চিতকারীদের শাস্তি দাবি আইইবির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ৪:৪১ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আহসান আলীকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাঞ্চিতকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

শুক্রবার (৩ জুলাই) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত দেশ, সেখানে প্রকৌশলীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন। কিন্তু কিছু ঠিকাদার নামধারী বারবার দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ করার পাঁয়তারা করে চলেছে। সেই সাথে দেশের মেধাবী সন্তান প্রকৌশলীদের শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত করছে। যারা এসব করছেন দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আহসান আলীর কাছে অবৈধ ও অনৈতিক সুবিধা না পেয়ে ঠিকদার নামধারীরা প্রকৌশলীর কক্ষ তালা দিয়ে শারিরীক ও মানসিকভাবে লাঞ্চিত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ