মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড়ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আলে সৌদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। সউদী রাজপরিবারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় প্রিন্স বন্দরের বয়স হয়েছিল ৯৬ বছর।
আজ (সোমবার) তার দাফন সম্পন্ন হওয়ার কথা। সউদী আরবের সরকারি বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, প্রিন্স বন্দর সউদী আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের জীবিত ছেলেদের মধ্যে সবার বড় ছিলেন। তিনি বর্তমান রাজা সালমানের সৎ ভাইও ছিলেন।
আজই পবিত্র মক্কার গ্রান্ড মসজিদে তার জানাজা হওয়ার কথা। তবে কিভাবে প্রিন্স বন্দর মারা গেছেন তা বিস্তারিত জানা যায় নি। স্থানীয় কিছু মিডিয়ার খবরে বলা হয়েছে, অনেক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।
১৯২৩ সালে জন্ম নেয়া প্রিন্স বন্দর রাজপরিবারের সদস্য হলেও কখনো রাষ্ট্রীয় কোনো পদে দায়িত্ব পালন করেননি। তবে তার ছেলেরা সউদী সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তার মধ্যে প্রিন্স ফয়সাল বিন বন্দর রিয়াদের গভর্নর। অন্যদিকে সউদী ন্যাশনাল গার্ডের প্রধান হলেন প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর। প্রিন্স খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টার পদে রয়েছেন। সূত্র: আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।