Inqilab Logo

শনিবার , ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ০৯ রমজান ১৪৪৪ হিজরী

মনমোহন-সিংয়ের বাড়িতে কোয়ারেন্টিন নোটিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০১ এএম

কদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। জ্বর থাকায় তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়, ফল আসে নেগেটিভ। সুস্থ হয়ে বাড়িও ফেরেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু হঠাৎ করে তার বাসভবনের সামনে করোনা-কোয়ারেন্টিন নোটিশ হইচই ফেলে দিয়েছে। ৮৭ বছরের বর্ষীয়ান নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে যায়। মনমোহনের দিল্লির ৩, মতিলাল নেহরু প্লেসের বাসভবনের বাইরে কোয়ারেন্টিন নোটিশ টাঙানোর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম । এমন খবরে দুবারের প্রধানমন্ত্রীর করোনা হয়েছে বলে গুঞ্জন উঠেছিল কংগ্রেসের নেতাদের মধ্যে। তবে জল্পনা-কল্পনার ডালপালা বেশি বাড়তে দেয়নি সংবাদমাধ্যমটি। জানা গেছে, সুস্থই আছেন মনমোহন। তার বাসার গৃহপরিচারিকার মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। সার্ভেন্ট কোয়ার্টারে পরিচারিকাদের কোয়ারেন্টাইনে পাঠানোর পরই নোটিশ টাঙানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টিন নোটিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ