Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে মৃত্যু ৪১ হাজার

চীনা ভ্যাকসিন তৈরির চুক্তি ইউরোপের সীমান্ত খোলায় তড়িঘড়ি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারীতে বিধ্বস্ত ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল গত বৃহস্পতিবার দুটি মারাত্মক মাইলফলক পেরিয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮ জনের এবং শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮ লাখের মাইলফলক। সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। লাতিন আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
অঞ্চলটিতে বর্তমানে ১৫ লাখেরও বেশি কোভিড-১৯ রোগী চিহ্নিত করা হয়েছে। এলাকাটি এখন খাদ্য সঙ্কটে ক্ষতিগ্রস্থ এবং বিশ্বব্যাপী বাজারগুলো বৃহস্পতিবার অর্থনৈতিক পুনরুদ্ধারের দীর্ঘ পথের প্রত্যাশায় নেমে পড়েছে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুহার সত্তে¡ও ব্রাজিলের সবচেয়ে বড় দুটি শহর সাও পাওলো এবং রিও ডি জেনিরোর শপিংমলগুলো আবারও উন্মুক্ত করা হয়েছে, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,২৬১ জন মারা গেছে এবং ৩০ হাজার ৪৬৫ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এদিকে আটলান্টিকের উত্তর দিকে, ইউরোপীয় কমিশন সুপারিশ করেছে যে, ইইউ সদস্যরা একে অপরের সাথে ১৫ জুন এবং পশ্চিম বলকান দেশগুলোর সাথে ১ জুলাই থেকে পুরোপুরিভাবে তাদের সীমানা পুনরায় খুলে দেবে। বিশ্বজুড়ে যেসব দেশে মহামারী নিয়ন্ত্রিত আছে বলে বিবেচিত হবে ইউরোপের সীমানা ক্রমশ উন্মুক্ত করা হবে।
বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু এবং সংক্রমণ যুক্তরাষ্ট্রে। সেখানে শনাক্ত ২০ লাখ ৮৯ হাজার ৮২৫ এবং মৃত ১ লাখ ১৬ হাজার ৩৫। ভাইরাস এবং লকডাউনের কারণে মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে ৪ কোটি ৪২ লাখ। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেছেন, ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট মার্চের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় চলে যাবার কারণে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিলেও মার্কিন অর্থনীতি আবারও উন্মুক্ত হবে। মানুচিন বলেন, ‘আপনি যদি অর্থনীতি বন্ধ করে রাখেন তবে আপনি আরও ক্ষতির সৃষ্টি করতে চলেছেন’।
বিশ্বজুড়ে এক ভয়াবহ দিনে রাশিয়ায় শনাক্ত ৫ লাখ ছাড়িয়েছে এবং ইরান বলেছে, তাদের দেশে ১ লাখ ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও আফ্রিকায় এ ভাইরাসের দ্রুত সংক্রমণের হুঁশিয়ারী উচ্চারণ করেছিল। ‘প্রথম ১ লাখে পৌঁছতে ৯৮ দিন সময় লেগেছে এবং ২ লাখে যেতে কেবল ১৮ দিন লেগেছে’- বলছিলেন ডব্লিউএইচওর মাতিশিদো মোতি।
ব্রাজিল চাইনিজ ভ্যাকসিন তৈরি করবে
ব্রাজিলের কর্মকর্তারা সাও পাওলো রাজ্যে চীনের সিনোভাক বায়োটিকের করোনভাইরাস ভ্যাকসিন তৈরির জন্য একটি চুক্তির ঘোষণা করেছেন, যেখানে আগামী মাসে ৯ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়ে পরীক্ষা শুরু হবে। সাও পাওলোর গভর্নর জোওও দোরিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রাজিলের শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্র, বুটানটান ইনস্টিটিউট সিনোভাক বায়োটেকের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তিতে পৌঁছেছে।
দোরিয়া বলছিলেন, ‘গবেষণাগুলি দেখায় যে, যদি পরীক্ষাগুলি চূড়ান্ত প্রমাণিত হয় তাহলে ২০২১ সালের জুনের মধ্যে এই ভ্যাকসিন বিতরণ করা যেতে পারে’। ক্লিনিকাল ভ্যাকসিন ট্রায়াল পরিচালনার জন্য অনুমোদিত চারটি চীনা পরীক্ষাগারের মধ্যে সিনোভাক বায়োটেক এক মাস আগে বলেছিলেন যে, এটি করোনাভ্যাক নামে বাণিজ্যিকভাবে ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ উৎপাদন করার জন্য প্রস্তুত ছিল। সূত্র : এএফপি ও ডন।



 

Show all comments
  • আমিরুল ইসলাম ১৩ জুন, ২০২০, ১:১৫ এএম says : 0
    আল্লাহ মাফ করো
    Total Reply(0) Reply
  • Kazi Saif ১৩ জুন, ২০২০, ১:১৫ এএম says : 0
    চীনের ভ্যাকসিন ক্রয় করা , আর করোনা ভাইরাস ত্রয় করা একই !
    Total Reply(0) Reply
  • Masudul Alam ১৩ জুন, ২০২০, ১:১৬ এএম says : 0
    বাংলাদেশ কী করছে? কোনো ভ্যাক্সিন বা রেমিডি আবিস্কার করতে পারে না? পাটের আঁশ পরীক্ষা করে বিখ্যাত হয় শুধু।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ১৩ জুন, ২০২০, ১:১৭ এএম says : 0
    আল্লাহ আমাদের করোনা বাইরাস মহামারি থেকে হেফাজত করো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ