মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিচ রেটিং জানিয়েছে, বিশ্বে এ বছর তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বড় ধরনের লোকসান গুণতে হবে এবং তা বছর শেষে দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার কোটি ডলার। ফিচ রেটিং আরো জানিয়েছে, এ শিল্প খাতের লোকসানের আরো ৬ গুণ বেশি ক্ষতি বহন করতে হবে সহায়ক শিল্পগুলোকে।-আরটি
কোভিডের কারণে এবছর কর্পোরেট রাজস্ব হ্রাস পাবে ৫ ট্রিলিয়ন ডলার। তেল ও গ্যাস খাতে রাজস্ব আদায় হ্রাস পাবে ৪০ শতাংশ । তেলের দর ২০ ডলারের নিচে নেমে যাওয়ার পর তা পুনরুদ্ধার হতে শুরু করলেও লকডাউনের ধকল কাটিয়ে উঠতে পারেনি এবং এর চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লোকসানও হ্রাস পেতে শুরু করবে ।
একই সঙ্গে তেল ও গ্যাস উৎপাদনও ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় এ দুটি খাতে রাজস্ব আদায় এবছর হ্রাস পাবে ১ ট্রিলিয়ন ডলার। গত বছর এ দুটি খাতে রাজস্ব আদায় হয়েছিল ২ . ৪৭ ট্রিলিয়ন ডলার ।
কোভিড প্রাদুর্ভাবের আগে রিস্টাড এনার্জি আভাস দিয়েছিল , এ বছর বিশ্বে তেল ও গ্যাস খাতে রাজস্ব আদায় হতে পারে ২ . ৩৫ ও আগামী বছর ২ . ৫২ ট্রিলিয়ন ডলার ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।