বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোবাইল বিস্ফোরণে দগ্ধ ছেলের পর মারা গেলেন মা বানু রানী দাস। ৭ জুন সকালের দিকে সোনারগাঁ উপজেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একদিন পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় অপূর্ব দাস (১৭)। বুধবার (১০ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিউনিটে তিনি মারা গেছেন। তার মাথার অংশে দগ্ধ হওয়ার শ্বাসনালি ক্ষতিগ্রস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন, জানিয়েছেন চিকিৎসকেরা।
ওই মা ও ছেলে উপজেলার জামপুর এলাকায় মিজানুর রহমানের ভাড়াটিয়া বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। ঘটনার দিন রোববার ভোরের দিকে কলেজ পড়ুয়া অপূর্ব দাস তার মোবাইল ফোন চার্জে বসিয়ে হেডফোনের সাহায্যে কথা বলছিলেন। এসময় বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে মা ও ছেলে দুজনই দগ্ধ হন।
বাড়ির মালিক মিজানুর রহমান জানান, তাদের শরীরে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। তবে সে যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এ সময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। অপূর্ব ও তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অপূর্ব দাসের শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মায়ের মাথায় অংশে দগ্ধ হওয়ার শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়ে মা বানু রানী দাসের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।