বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড় ‘আমফান’ পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি। পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান ঘূর্ণিঝড় পূর্ববর্তী বা ঘূর্ণিঝড় কালে এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য এই নিয়ন্ত্রণ কক্ষে নগরবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ জনিয়েছেন। ফোন ০১৪০০৪০০৪০০ ও ০১৮৮০৮০৮০৮০।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষে ঘূর্ণিঝড় সংক্রান্তে নগরবাসীর ফোন রিসিভ করবে এবং সে অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করবেন।
সিএমপির ´মানবিক পুলিশ ইউনিট´ সহ বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলার জন্য সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিএমপি কমিশনার বলেন, ঘূর্ণিঝড় ‘আমফান’ সংক্রান্ত দুর্যোগকালীন যে কোন পরিস্থিতি মোকাবেলায় সিএমপির ৭০০০ অফিসার ফোর্স প্রস্তত আছে।
ইতোমধ্যে পতেঙ্গা সৈকত, পারকি সৈকত, মেরিন ড্রাইভ রোড সহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মাইকিং করাসহ বিশেষ টিম মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।