Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্ডিয়া ইটমি ২০১৬ শুরু হচ্ছে ২ ডিসেম্বর

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ডিসেম্বর শুরু হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টেক্সটাইল মেশিনারি প্রদর্শনী ‘ইন্ডিয়া ইটমি ২০১৬’। ভারতের বোম্বে কনভেনশন এ্যান্ড এক্সিবিশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। ছয় দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের ৩৭টি দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিল্পের ১৬২টি কোম্পানি অংশ নেবে। মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ই-ইটমির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সঞ্জিব লাঠিয়া। তিনি জানান, প্রদর্শনীতে ২৫টি নতুন টেক্সটাইল পণ্য প্রথমবারের মতো দর্শনার্থীদের সামনে আনা হবে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের টেক্সটাইল শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী, ক্রেতা, ডিস্ট্রিবিউটর, ডিলার, এজেন্ট এক ছাদের নিচে একত্রিত হবেন, যা প্রত্যেকের জন্য যৌথ বিনিয়োগ, পণ্যের নতুন বাজার ও ক্রেতা তৈরির সুযোগ সৃষ্টি করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্ডিয়া ইটমি ২০১৬ শুরু হচ্ছে ২ ডিসেম্বর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ