Inqilab Logo

সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬ চৈত্র ১৪২৯, ২৭ শাবান ১৪৪৪ হিজিরী

দিল্লিতে চিকিৎসকের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:২৭ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির এক এমএলএ’র হয়রানির শিকার হয়ে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। ভারতীয় পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম এমন খবর দিয়েছে। দুই পাতার সুইসাইড নোটে ওই চিকিৎসক অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ওই নেতা তার কাছ থেকে অর্থ লুট করতে চেয়েছেন। তিনি অর্থ দিতে অস্বীকার করলে তার ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানান ওই এমএলএ।

দিল্লির নাবিসারি এলাকার বাসিন্দা ছিলেন চিকিৎসক রাজেন্দ্র সিং। তিনি পানির ট্যাংকির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভাড়াটিয়ারা তাকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য এমএলএ প্রকাশ জারওয়াল ও তার সহযোগী কপিল নাগরকে দায়ী করেন তিনি।

পুলিশ তার একটি ব্যক্তিগত ডায়েরিও উদ্ধার করেছে, যাতে হয়রানির বিবরণ রয়েছে। এতে তিনি বলেন, এই এমএলএ তাকে হত্যারও হুমকি দিয়েছেন। ইতিমধ্যে আম আদমি পার্টির ওই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ