Inqilab Logo

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩, ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪ হিজিরী

ডাকাতীতে বাঁধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাত

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে গতকাল শুক্রবার ভোর রাতে ডাকাতি করতে বাঁধা দিলে জাকেরা বেগমকে (৫২) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে ডাকাত দল। নিহত জাকেরা বেগম ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির দুবাই প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি পুত্রবধূ ও আট মাস বয়সী নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন। স্থানীয়রা জানান, মুখোশধারী একদল ডাকাত দোতলা বাড়ির ছাদের দরজা ভেঙে বাসায় ঢুকে। এ সময় প্রবাসীর স্ত্রী বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতীতে বাঁধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ