Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল ফোনে সেবা দিচ্ছেন চিকিৎসক

করোনা আতঙ্ক

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৭ এএম

করোনাভাইরাসের ঝুঁকিতে দমাতে পারেনি ডাক্তার অখিল সরকারকে। হাসপাতালের নার্স ও ডাক্তার কমে যাওয়ায় তিনি মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম ও উপজেলার বিভিন্ন রোগীদের স্বাস্থ্যগত পরামর্শ দিচ্ছেন। গত চারদিন ধরে মোবাইল ফোনে রোগীকে স্বাস্থ্যগত পরামর্শ দিয়ে এরই মধ্যে সবার নজর কেড়েছেন ডা. অখিল। তিনি মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত আছেন।
ডাক্তার অখিল সরকার বলেন, ‘গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের শিবচরসহ পুরো জেলা করোনা ভাইরাস আতঙ্কে এক প্রকার জনশূন্য হয়ে পড়েছে। বিরাজ করছে থমথম পরিস্থিতি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এছাড়া করোনা ঝুঁকিতে চিকিৎসক ও নার্সরা না থাকায় রোগী দেখাও আশংকাজনকভাবে মাদারীপুরে কমে গেছে। তাই এমন অবস্থায় ঘরে বসে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যগত পরামর্শ দেয়ার ঘোষণা সামাজিক মাধ্যমে দেয়ার পর থেকে বহু মানুষ মোবাইলে ও ফেসবুকে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন।’
মাদারীপুরের কালকিনির হারুণ মোল্লা বলেন, ‘প্রায় ক্লিনিকগুলোতে ডাক্তাররা রোগী দেখা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে গেলেও ডাক্তারদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। পরে একজন সাংবাদিকের মাধ্যমে ডা. অখিল সরকারের কথা জানতে পেরেছি। তিনি মাদারীপুরবাসীর জন্য দিনরাত ২৪ ঘন্টা মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। তাই আমিও তার কাছে ফোন করে পরামর্শ নিয়েছি।’
মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার আরো বলেন, ‘সামান্য সর্দি, কাঁশি, জ্বর হলেও সাধারণ মানুষ হাসপাতালগুলোতে ছুটে আসছেন। এতে করোনা ভাইরাস আতঙ্কে অন্যরোগীদের মারাত্মক সমস্যা হচ্ছে। এ কথা বিবেচনা করে এ ধরণের রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে একদিকে রোগীদের যেমন সময় বাঁচবে, তেমনই করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকিও কম থাকবে। তাই যে কোন স্বাস্থ্যগত পরামর্শের জন্য (০১৯১৪০৯৩৯৪১) এ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে অনুরোধ রইলো।
আর মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, ‘আমরা ফোনে সেবার নেয়ার ব্যাপারে এখন জোর দিচ্ছি। সামান্য জ্বর কার্শিসহ টুকটাক চিকিৎসা মোবাইল ফোনের মাধ্যমেই করা যায়। আমি সবাইকে ফোনে চিকিৎসা সেবা নেয়ার আহবান জানাচ্ছি।’



 

Show all comments
  • মোঃ আজিজুলইসলাম ১৯ আগস্ট, ২০২০, ৮:২২ পিএম says : 0
    আমার দুই রানে দায়াদ হয়ছে মনে হয়।গ্রাম ডাক্তার flumart 50 দিয়াছে এতে কি কাজ হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক

৩ ডিসেম্বর, ২০২১
১৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ