Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালির সেনাঘাঁটিতে প্রাণঘাতী বন্দুক হামলা, নিহত ২৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৭:১৬ পিএম

সাহারা মরুভূমি অধুষিত পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বন্দুক হামলা হয়েছে। এ হামলায় অন্তত ২৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর গাও’এর তার্কিন্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে গতকাল শুক্রবার সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
তারা জানায়, জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যুক্ত জেহাদী জঙ্গিরা এ হামলাটি চালায়। এতে ঘটনাস্থলেই দুই সেনা সদস্যের মৃত্যু হয়।
এরপর আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো ২৮ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরে দেশটির সেনাবাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। তবে কোনো জঙ্গি সংগঠন এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ