Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গভীর নলকূপের পাইপ থেকে বেরুচ্ছে গ্যাস

পরিদর্শনে বাপেক্স প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে নতুন বসানো হচ্ছে একটি নতুন গভীর নলক‚প দিয়ে দ্রুত গতিতে বের হচ্ছে গ্যাস। এর সঙ্গে বের হয়ে আসছে বালু ও পানি। স্কুল প্রাঙ্গণ এরই মধ্যে বালু ও পানিতে থইথই। উপজেলা প্রশাসন স্কুলটি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ভবন ধসে পড়ার আশঙ্কায় আসবাবপত্র অন্য ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর মো আব্দুল হান্নান ইনকিলাবকে বলেন, আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইলিয়াস মেহেদী ইনকিলাবকে জানান, গতকাল সকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি নতুন গভীর বসানো হচ্ছিল তখন হঠাৎ করে নলক‚প দিয়ে দ্রুত গতিতে বের গ্যাস হচ্ছে। খবর পেয়ে আমরা স্কুলটি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। বাপেক্স জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বায়েক ইউনিয়নের সালদা গ্যাসক্ষেত্র থেকে দুই কিলোমিটার দুরে অস্টজংগল এলাকায় এই স্কুলটি। স্কুলের মাঠে একটি গভীর নলক‚প বসানো হচ্ছে। নলক‚পের পাইপ দিয়ে গতকাল বুধবার সকাল থেকে দ্রুত গতিতে গ্যাস বের হচ্ছে। এতে বালু ও পানির সংমিশ্রণ রয়েছে। কোনোভাবে গ্যাস বের হওয়া বন্ধ করা যাচ্ছে না। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা কসবা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. জাহাঙ্গীর হোসেন ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনাস্থলে যায়। গ্যাস, বালু আর পানিতে পুরো মাঠ ভরে গেছে।
এ সময় স্কুলের একটি ভবন থেকে আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের চারদিকে লাল পতাকা উড়ানো হয়েছে। বিদ্যালয়ের কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা হয়েছে। বিদ্যালয়ের চারপাশে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-মামুন ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের মাঠে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি গভীর নলক‚প বসাতে গেলে এটি দিয়ে দ্রুত গতিতে গ্যাস, বালু ও পানি বের হচ্ছে। ধীরে ধীরে নলক‚পের গর্তটি গভীর হচ্ছে। ভবনের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাইপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ