Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কর্মসূচি

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৪ টায় নান্দাইল বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা বিকাল ৫ টায় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মুজিববর্ষের ক্ষনগণনার উদ্ধোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার স্থান উপজেলা পরিষদ চত্বর। আজ সন্ধ্যা ৫.৪০মিঃ উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১১ জানুয়ারি সকাল ১০ টায় সকল পেশার মানুষদেরকে নিয়ে আনন্দ র‌্যালি, দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা, বিকাল ৩ টায় শিশু কিশোরদের অংশ গ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাত ৭.৪৫মিঃ ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও রাত ৯ টায় বর্ণিল আতশবাজী প্রদর্শন। বঙ্গন্ধুর জন্মশত বার্ষিকীর সকল অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ