Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইচ্ছাকৃতভাবে দাবানল ছড়ানোর অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, বিধ্বংসী দাবানলের জেরে পুড়ে ছাই এই এলাকার বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস। তাপপ্রবাহ আর অনিয়ন্ত্রিত দাবানলের মধ্যেই ইচ্ছাকৃতভাবে আগুন ছড়ানোর চেষ্টা করা হয়েছে। ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সোমবার। প্রসঙ্গত, প্রায় দুমাস ধরে জ্বলছে অস্ট্রেলিয়ার একপ্রান্ত। অগ্নিত্রাস ও তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় এখন জাতীয় সংকটের মুখোমুখি। এরই মধ্যে ২৪ জনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দাবানল ছড়ানোর অভিযোগ আনল পুলিশ। নিউ সাউথ ওয়ালস পুলিশ জানিয়েছে, বিধ্বংসী দাবানলের জেরে পুড়ে ছাই এই এলাকার বিস্তৃণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিক্টোরিয়া ও নিই সাউথ ওয়ালস। তাপপ্রবাহ আর অনিয়ন্ত্রিত দাবানলের মধ্যেই ইচ্ছাকৃতভাবে আগুন ছড়ানোর চেষ্টা করা হয়েছে। ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সোমবার। ১৮৩জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৪০ জন নাবালক। স্টেটমেন্টেট লেখা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধজনিত চার্জ নেওয়া হয়েছে। চলতি মওসুমের দাবানলের জেরে পুরো অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই ২৪ জনের মৃত্যু হয়েছে। তার উপর সোমবার খবর, নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্রত্যন্ত এলাকা থেকেও আরও দু’জন নিখোঁজ। এ দিন ওই প্রদেশের কিছু অংশে প্রবল বর্ষণের খবর মিললেও মেলবোর্ন ও সিডনির মতো শহরে যে বারিপাত হয়েছে তার সঙ্গে মিশে ছিল ধোঁয়া। তার উপর আগামী বৃহস্পতিবার থেকে ফের থার্মোমিটারের পারদ চড়বে বলে প‚র্বাভাস। এ-ও আশঙ্কা, ভিক্টোরিয়া ও এনএসডবলিউ প্রদেশের কিছু প্রকান্ড দাবানল মিলে বিশাল অগ্নিবলয় তৈরি করতে পারে। সোমবার তাই এনএসডবলিউ প্রদেশের প্রিমিয়ার গø্যাডিস বেরেজিক্লিয়ানের মন্তব্য, ‘গা ছাড়া মনোভাবের কোনও জায়গা নেই।’ কারণ এখনও ১৩৫টির মতো দাবানল জ্বলছে সেখানে যার মধ্যে প্রায় ৭০টি অনিয়ন্ত্রিত। প্রাণ গিয়েছে কোটি কোটি বন্যপ্রাণের। রয়টার্স, এবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ