Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের নির্দেশে ইরানের গার্ডস কমান্ডারকে হত্যা: পেন্টাগন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১১:২৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডার কাশেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন জানিয়েছে। বিদেশের মাটিতে মার্কিন নাগরিকদের সুরক্ষার স্বার্থে আত্মরক্ষামূক এমন চূড়ান্ত পদক্ষেপ নেয়া হয়। খবর এএফপি’র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, ‘জেনারেল কাসেম সুলাইমানি ইরাক ও পুরো অঞ্চলে নিয়োজিত আমেরিকান কূটনীতিক ও সেনা সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। জেনারেল সুলাইমানি ও তার কুদস বাহিনী আমেরিকান ও জোট বাহিনীর শত শত সদস্যকে হত্যা ও আরো হাজার হাজার জনকে আহত করার জন্য দায়ী।’

সুলাইমানির মৃত্যুর পর ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ না করে মার্কিন পতাকার একটি চিত্র টুইট করেন।

হামলায় ইরাকের শক্তিশালী আধা-সামরিক বাহিনী হাশেদ আল-শাবির উপ-প্রধানও নিহত হন। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালানো হয়।

হাশেদ বাহিনীর ওপর মার্কিন বাহিনীর ব্যাপক বিমান হামলার পর এ সপ্তাহে ইরানপন্থী সমর্থকরা মার্কিন দূতাবাস অবরোধ করে।

উল্লেখ্য, কয়েকদিন আগে এক রকেট হামলায় ইরাকে কর্মরত এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র হাশেদ বাহিনীর ওপর বিমান হামলা চালানোর কথা বলেছিল। বাসস



 

Show all comments
  • babar ৩ জানুয়ারি, ২০২০, ৩:১১ পিএম says : 0
    lagao
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেন্টাগন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ