Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে বিপুল অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ‘জামালগঞ্জ চারমাথা’ নামক এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৬টি ককটেল ও ২৫টি সামুরাইসহ যুবলীগ নেতা ৮ মামলার আসামি রঞ্জুসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। আটকরা হলো-জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রঞ্জু সরকার ও একই উপজেলার জিয়াপুর গ্রামের আক্কাস আলী। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা হয়েছে। রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আহসান কবির এপ্লব জানান রঞ্জু সরকার জামালপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেছেন রঞ্জুকে নিয়ে দলের মধ্যে বিব্রতকর অবস্থায় পরতে হয়। জয়পুরহাট সদর থানার ওসি মো. শাহরিয়ার খান জানান, সদর উপজেলার জামালপুরের ‘জামালগঞ্জ চারমাথা’ এলাকার একটি সওদাগর মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার ভোর রাতে পুলিশ ওই মার্কেটে তল্লাশী চালায়। ওই সময় মার্কেটের ৩/৪টি দোকানে লুকিয়ে রাখা অস্ত্র জব্দ করা হয়। রঞ্জু সরকারের বিরুদ্ধে, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ