Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে সংঘর্ষ আহত আ.লীগ নেতাকে ঢাকায় স্থানান্তর

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণ কেন্দ্র সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রাজাকে ঢাকা স্থানান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। গত বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রাজার ওপর হামলা হয়। তাকে বাঁচাতে গেলে ছুরির আঘাতে জখম হন তার ভাই সানোয়ার হোসেন রাসেল। পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজা। অস্ত্রপচারের পর রাখা হয়েছিল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। রাজা রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর হামলায় নিহত তার ভাই রাসেল মহানগর যুবলীগের সদস্য।
রাজশাহীর যুবলীগ নেতা সানোয়ার হোসেন রাসেল হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম উজ্জল আলী নয়ন (৩০)। নগরীর শিরোইল স্টেশনপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম কালু শেখ। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) একজন কাউন্সিলর তার দূর সম্পর্কের খালাতো ভাই সাঈদ মাহমুদ হিমেলের মাধ্যমে রেলের টেন্ডার নিয়ন্ত্রণ করে আসছেন। হিমেলকে দিনের অধিকাংশ সময় রাজশাহীতে পশ্চিম রেলের প্রধান কার্যালয়ে দেখা যেত। তার মাধ্যমেই টেন্ডারের নিয়ন্ত্রণ নেয় আওয়ামী লীগের একটি গ্রুপ। এ নিয়ে বিরোধ দেখা দেয় টেন্ডার নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ ও যুবলীগের অন্য গ্রুপগুলোর মধ্যে। ছুরিকাঘাতে আহত রাজা এ রকম একটি গ্রুপের নেতা।
জানা গেছে, গত মঙ্গলবার পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তর থেকে ছয়টি গ্রুপে ট্রেনের মালপত্র বিক্রির জন্য দরপত্র বাক্স খোলা হয়। ওই ছয়টি কাজ হিমেলের মাধ্যমে ঢাকার কয়েকজন ঠিকাদারকে পাইয়ে দেওয়া হয়। পরদিন বুধবারও তারা আরো ছয়টি কাজ পাইয়ে দিতে প্রভাব সৃষ্টি করেন সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল উদ্দিনের ওপর। এ নিয়েই রাজার সঙ্গে তার দেখা দেয় দ্বন্দ্ব। আর সেদিনই রেলভবনের পাশে রাজার ওপর হামলার ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে খুন হন রাসেল। রাসেল হত্যার ঘটনায় তার আরেক ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর বুধবার রাতেই পুলিশ সাতজনকে গ্রেফতার করে। সকালে সন্দেহভাজন আসামি হিসেবে নয়নকে গ্রেফতার করা হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ