Inqilab Logo

বুধবার , ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯, ০৬ রমজান ১৪৪৪ হিজরী

বআইবিএম’র নতুন মহাপরিচালক ড. আখতারুজ্জামান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ৭:০৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. আখতারুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ২০১০ সাল থেকে কর্মরত ছিলেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন এবং গবেষণা সংশ্লিষ্ট কাজের নেতৃত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি মুদ্রানীতি প্রণয়ন কমিটি, ফরেক্স রিজার্ভ ম্যানেজমেন্টের ইনভেস্টমেন্ট কমিটি, পিআরএসপি-২-এর মূল্যায়ন কমিটি, সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনার প্যানেক অর্থনীতিবিদ এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পরিষদসহ বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআইবিএম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ