গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বেসরকারি একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের ধুমপানের দৃ্শ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লাইভ অনুষ্ঠানে এভাবে ধুমপান এবং এর দৃশ্য টেলিভিশনে প্রচার করার ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।
বেসরকারি ৭১ টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। এসময় স্টুডিওতে উপস্থাপকসহ মোট তিনজন উপস্থিত ছিলেন। আর বাসা বা অফিস থেকে লাইভে যোগ দিয়েছিলেন জাহাঙ্গীর কবীর নানক। এসময় তাকে ধুমপান করতে দেখা যায়।
লাইভ অনুষ্ঠানে এভাবে ধুমপান করার সমালোচনা করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মেহেদী হাসান পলাশ প্রশ্ন তুলেছেন, ‘‘একটি টিভি চ্যানেল কি এভাবে ধুমপানের দৃশ্য প্রচার করতে পারে?’’
ফেইসবুক স্ট্যাটাসে আসগর খান মজা করে লিখেছেন, ‘‘কথা বলতে গেলে হয়তো সব কথা স্মরণ হবে না। তাই ব্রেইন টনিক (ধুমপান) খেলে সম্পূর্ণ কথাগুলো বেরিয়ে আসবে।’’
মোজাম্মেল হক স্বপন লিখেছেন, ‘‘৭১ টিভি লাইভ টকশোতে জাহাঙ্গীর কবির নানকের বিড়ি খাওয়া দেখে উপস্থাপিকার লজ্জামাখা হাঁসি দেখে মনে হল বাংলা সিনেমা দেখছি। নায়িকা যেমনভাবে লাজুক হাঁসি দিয়ে অন্যদিকে মুখ ফেরায়, উপস্থাপকের অন্যদিকে মুখ ফেরানোর দৃশ্যটাও অমন ছিল। এই প্রথম দেখলাম সংবাদ মাধ্যমে লাইভে এসে কোন সাবেক মন্ত্রীর বিড়ি খাওয়া। বাহ্! মন্ত্রী মহোদয়।’’
‘‘কোন জায়গায় কি করতে হয় তাও জানেনা। এরা নাকি দেশের ভোট...মন্ত্রী’’ ফেইসবুকে সমালোচনা করে কথাগুলো লিখেছেন মো. আলমগীর।
কৌতুহল থেকে ফেইসবুকে আসাদ যোবায়ের লিখেছেন, ‘‘৭১ টিভি ও নানকের বিরুদ্ধে কি মামলা হয়েছে? জানতে চাই।’’
তাহসিনা ইনাম ত্রিশা লিখেছেন, ‘‘ভাবতে অবাক লাগে ওনারাই আমাদেরকে পরিচালনা করছেন।’’
‘‘একজন চেইন ধূমপায়ী ব্যক্তি ধুমপান করবে এটাই স্বাভাবিক। তিনি লাইভে এসে সিগারেট ধরাচ্ছেন এটাই প্রবলেম? কিন্তু লাইভে আসছে নিজের বাসায় থেকে ভিডিও কলের মাধ্যমে। হয়তো তিনি ভুলবশত আলাপের ফাঁকে ভুলে গিয়েছিলেন। তাই তিনি সিগারেট ধরিয়ে ফেলেছেন’’ এমন মন্তব্য নাজিম মাহমুদ তিয়ানের।
মামুনুর রশিদ সেলিম লিখেছেন, ‘‘টেলিভিশনের এক কোনায় ‘ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লিখে দিলে তো জনতা এসব নিয়ে কথা বলতে পারতোনা।’’
আহমেদ ওসমানি আল-সাবাহ লিখেছেন, ‘‘আরে বুঝতেছেননা কেন, উনি এটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে জামাত শিবিরের সাথে ওনার কোনো সম্পর্ক নাই।’’
‘‘এই বিড়িটা যদি অন্য দলের কেউ হতো তখন উপস্থাপক এবং অতিথিদের অবস্থান কি বর্তমান অবস্থার মত থাকতো?’’ জানতে চেয়েছেন ওয়াসকুরুনি শামিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।