Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে নিসচার সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালনের লক্ষ্যে নানা কর্মসূচির ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে, নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর ফুলবাড়ী উপজেলা কমিটি।

গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী বাসার মার্কেটে নিসচার ফুলবাড়ী শাখার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী হাসান ফরিদ। লিখিত বক্তব্যে জানানো হয়, পৌর শহরের প্রধান প্রধান সড়কে, সড়ক নিরাপত্তা বিষয়ক ব্যানার, ফেস্টুন প্রদর্শন, লিফলেট বিতরণ, র‌্যালি আলোচনা সভা ও পরিবহন শ্রমিকদের সাথে সচেতনতামূলক আলোচনা সভাসহ বিভিন্ন সচতেনতামূলক কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রজব আলী, নিসচার সভাপতি খাজানুর হায়দার লিমন, সহ-সভাপতি আব্দুল হামিদ সুমন, সহ-সভাপতি মুফতি তোফায়েল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এসএম রাসেল পারভেজ, সড়ক সম্পাদক আনারুল হক, অর্থ সম্পাদক আল-আমিন বিন আমজাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ