মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। কংগ্রেসের সামনে বয়ান দেয়ার আগে পদত্যাগ করলেন ইউক্রেনে নিযুক্ত বিশেষ মার্কিন দূত কার্ট ভলকার। হুইসলব্লোয়ারের অভিযোগপত্রে তারও নাম রয়েছে। কার্টের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের অনুরোধকে বাস্তবায়িত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সাহায্য করেছিলেন তিনি। খবরটি প্রথম প্রকাশিত হয় ‘দ্য স্টেট প্রেস’ নামে স্থানীয় একটি সংবাদপত্রে।
শুক্রবার রাতের দিকে জানা যায়, মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও-কে ডেকে পাঠিয়েছে কংগ্রেস। তাকে নির্দেশ দেওয়া হয়েছে, ইউক্রেন সরকারের সঙ্গে ট্রাম্প এবং তার আইনজীবীদের মধ্যে যোগাযোগের বিস্তারিত দলিল তুলে দিতে। পম্পেও সেই নির্দেশ পালনের আগেই পদ থেকে সরে দাঁড়ালেন কার্ট। কার্টের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের আইনজীবী রুডি গিউলিয়ানির সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতিনিধির বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এই বৈঠকে রুডি ইউক্রেনের এই প্রতিনিধিকে বোঝানোর চেষ্টা করেছিলেন জো বাইডেনের ছেলের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কী ধরনের তদন্ত করা যায়। জেলেনস্কির ‘দূত’ তাতে সন্তুষ্ট হয়েছিলেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের তরফে বাইডেনের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যথেষ্ট প্রশংসা কুড়িয়ে ছিলেন।
এ দিকে ইমপিচমেন্ট তদন্তের প্রক্রিয়া যত এগোচ্ছে ততই সামনে আসছে নিত্যনতুন তথ্য। এ দিন জানা গিয়েছে, শুধু ইউক্রেন নয়, আরও কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ট্রাম্পের কথোপকথন আড়াল করার চেষ্টা করেছে হোয়াইট হাউস। সেই তালিকায় রয়েছে সউদীর যুবরাজ এবং রাশিয়ার প্রেসিডেন্টের নামও। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রুশ বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক হয়েছিল। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর ‘প্রভাব’ নিয়ে কথা হয়েছিল। সেই বৈঠকের খুঁটিনাটিও প্রকাশ করা হয়নি।
এদিকে, নিজের অভিশংসনের দাবি জোরালো হয়ে ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এমন সংকটে যুক্তরাষ্ট্র আগে কখনও পড়েনি। শনিবার টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে তিনি এমন দাবি করেন। শনিবার টুইটারে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন, এটা খুবই সহজ বিষয় যে, তারা আমাকে থামানোর চেষ্টা করছে। কেননা, আমি আপনাদের জন্য লড়াই করছি এবং তাদেরকে আমি এটা কখনোই হতে দেবো না। বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে সবকিছু নিয়ে যেতে চায়। তারা আপনাদের বন্দুক কেড়ে নিতে চায়। তারা আপনাদের স্বাস্থ্যসেবা, ভোটাধিকার ও স্বাধীনতা ছিনিয়ে নিতে চায়। তারা আপনাদের গণরায় কেড়ে নিতে চায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।