Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোচিংয়ে আসতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৪৭ পিএম

ভবিষ্যতে কোচিং পেশায় আসার ইচ্ছে পোষণ করেছেন পাকিস্তান ক্রিকেট অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্ষীয়ান এ অলরাউন্ডারের দৃঢ় বিশ্বাস তরুণ খেলোয়াড়দের মানোন্নয়নে তাদের মানসিক অবস্থার উন্নতিতে সাহায্য করতে পারবেন তিনি।

গালফ নিউজিকে আফ্রিদি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৮/১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের কোচিং করাতে চাই। এ বয়সে তাদের কোচিং প্রয়োজন। খেলার কঠিন সময়ে চাপের মধ্যে কিভাবে সাহসী সিদ্ধান্ত নিয়েছি তরুণ ক্রিকেটারদের সে সকল বিষয়ে আমি আমার গল্প বললে এটা কেবল তাদের উদ্বুদ্ধই করবে না, তা থেকে তারা নতুন অনেক কিছুই শিখতে পারবে। যা একজন ভাল ক্রিকেটার হতে তাদেরকে সাহায্য করবে।’

তবে পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার কোন সম্ভাবনা নাকচ করে দেন ৪১ বছর বয়সী আফ্রিদি, ‘জাতীয় দলের কোচ হওয়ার ধৈর্য্য আমার নেই। তাছাড়া যেহেতু আমি ফিট আছি তাই এখন আমার নজর ক্রিকেট খেলায় এবং দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেয়ায়।’

পাকিস্তান জাতীয় দলের সেটআপে পরিবর্তন আনতে নব নিযুক্ত কোচ মিসবাহ উল হকের সময়ের প্রয়োজন বলেও বিশ্বাস করেন আফ্রিদি, ‘মিসবাহর এখন অনেক দায়িত্ব এবং তাকে কাজ দেখাতে হবে। দলকে ঠিক জায়গায় আনতে তার কমপক্ষে তিন বছর সময় প্রয়োজন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফ্রিদি

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ