Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নব্য জেএমবির নতুন আমির রয়েছে

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নব্য জেএমবির প্রধান তামীম চৌধুরী মারা যাওয়ার পর মূসা এটিকে শক্তিশালী করার চেষ্টা করেছিল। মূসার ইচ্ছা ছিল বিস্ফোরক সংগ্রহ করা। সিলেট-চাঁপাইনবাবগঞ্জে তাদের আস্তানা পাওয়া যায়। সেগুলো ধ্বংস হওয়ার পর তারা নতুন করে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করে। নব্য জেএমবির একজন আমির আছে। সেই আমিরের তথ্য আমাদের কাছে রয়েছে। তিনি বাংলাদেশেই আছেন। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তানসহ পুলিশের ওপর ৫টি বোমা হামলার সঙ্গে নব্য জেএমবির ৫জনের এটি সেল জড়িত ছিল। তাদের পরিকল্পনায় হামলা হয়েছে। এদের বাইরে এই দুজনের ভূমিকা আছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অভিযান পরিচালিত হয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। তিনজনের মধ্যে দুজনকে আমরা গ্রেফতার করেছি। তারা হলেন- ফরিদ উদ্দিন রুমী ও মিশুক খান ওরফে মিজান।
নেপালিদের ক্যাসিনোতে অংশ নেয়ার বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ২০১৬ সালে ফের্রুয়ারিতে সিটিটিসি গঠিত হয়। আমরা টেরোরিজম নিয়ে কাজ করি। গুরুত্ব দিয়ে কাজ করি। নেপালিরা সরাসরি কোনো টেরোরিজমে যুক্ত না হলে আমরা সেটি নিয়ে কাজ করি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ