মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পথেঘাটে-ট্রেনেবাসে কিংবা শপিং মলে পকেটমার হঠাৎ করে সাধের স্মার্টফোন নিয়ে গেলে কতটা বিপাকে পড়েতে হয় তা শুধুমাত্র ভুক্তভোগীই বোঝেন। ফোন হারানো তো আটকানো যাবে না, তবে জেনে নিন, কপাল ভালো থাকলে, গুগল ব্যবহার করে কী ভাবে আপনার সাধের হারানো স্মার্টফোন ফের আপনার হাতে আসতে পারে।
কম্পিউটার থেকে হারানো মোবাইল ট্র্যাক করতে হলে আপনার একমাত্র হাতিয়ার জিমেল। ফোন হারানোর পর কম্পিউটারে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করুন। স্ক্রিনের ডানদিকের কোনায় উপরের দিকে আইকন দেখে আপনার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করুন। যে উইন্ডো খুলবে, তার বাঁ দিকে থাকা সিকিওরিটি ট্যাব সিলেক্ট করুন। পরবর্তী স্ক্রিনে ‘ইয়োর ডিভাইস’ বাটন থেকে ‘ফাইন্ড এ লস্ট অর স্টোলেন ফোন’ ট্যাবে ক্লিক করুন। নতুন স্ক্রিনে, ওই গুগল অ্যাকাউন্ট খোলা হয়েছে, এমন অসংখ্য ডিভাইস, যেমন আপনার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, অফিসের কম্পিউটার ইত্যাদির নাম আসবে। তার থেকে দেখে আপনার হারানো স্মার্টফোনটিতে ক্লিক করুন।
ভেরিফাই করার উইন্ডো এলে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তা গুগল ম্যাপে দেখাবে কোন এলাকায় ফোনটি রয়েছে। যদি মোবাইলটি আপনার কাছাকাছি থাকে তাহলে আইকনটি সবুজ দেখাবে না হলে ধূসর। আইকনে ক্লিক করে এ বার মোবাইলে ডিরেকশন অন করে চলতে থাকুন মোবাইলের উদ্দেশে। যখন দেখাবে তা আপনার অত্যন্ত কাছে, তখন ‘প্লে-সাউন্ড’ বাটনে চাপ দিলে মোবাইল সেই তল্লাটে যার কাছে, যেখানেই থাকুক না কেন, পাঁচ মিনিট টানা বাজতে থাকবে, যা বন্ধ করা যাবে না ফোন একেবারে বন্ধ না করে দিলে। ফোন সাইলেন্ট মোডে রেখে দিলেও কিন্তু ফোন বেজে উঠে নিজের অস্তিত্ব জানান দেবে। সূত্র : ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।