Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগ নির্যাতিত মানুষের দল- তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

সরিষাবাড়ী (জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ৬:১৭ পিএম

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আমি ভাগ্যবান, আমি অহংকার বোধ করি, আমি মাথা উঁচু করে কথা বলি, আমি গর্ব অনুভব করি কারণ আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। আমি কখনো ঐ জামাত-বিএনপি ও রাজাকারদের সাথে আপোষ হবো না। যতদিন বেচে থাকবো ততদিন মুক্তিযোদ্ধাদের সেবা করে যাবো। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল, নির্যাতিত মানুষের দল। জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর প্রতীক আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ১৬ জুলাই বঙ্গবন্ধুর সহচর সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এড মতিউর রহমান তালুকদারের মৃত্যু বার্ষিকী যাতে সফল ভাবে পালিত সে বিষয়ে সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে হবে। পড়ে বিকেলে তথ্য প্রতিমন্ত্রী সরিষাবাড়ী উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

 



 

Show all comments
  • আলী আজিম, ৮ জুলাই, ২০১৯, ১১:০৯ পিএম says : 0
    মাননীয় মন্ত্রী আপনি আপনার কমেন্স অপশন চালু করোন,ইনবক্সে একটু চেক করোন প্লিজ,দেখোন কর্মিরা কত নির্য্যাতনে আছে।জয়বাংলা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ