পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট ঃ এবারের বাজেটে ব্যাগেজ রুলস, ২০১২ সংশোধনের মাধ্যমে বৈধ পথে শুল্ক পরিশোধের শর্তে ২০ ভরি স্বর্ণ আমদানির সুযোগ রাখা হয়েছে। এনবিআরের সুপারিশে উত্থাপিত বাজেটে এ সুযোগ দেওয়া হয়েছে। এর আগে ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী ১৭ ভরি স্বর্ণ বিদেশ থেকে নিয়ে আসতে পারতেন। বর্তমানে বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী ২শ’ গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারেন। প্রস্তাবনায় বলা হয়, একজন যাত্রী ১১৬ গ্রাম ওজনের দুটো স্বর্ণবার নিয়ে এলে আটক হন। আবার একটি কিনলে তিনি ব্যাগেজ সুবিধার পূর্ণ সুযোগ নিতে পারেন না। বিদেশে তৈরি অধিকাংশ সোনার বারের ওজন ১০০ ও ১১৬ গ্রামের হয়ে থাকে। নতুন রুলের কারণে যাত্রীরা অনায়াসে ১১৬ গ্রামের দুটো বার আনতে পারবেন। শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে বাজেটে এ সীমা ২শ’ থেকে ২৩৪ গ্রামে উন্নীত করার প্রস্তাব দেয়া হয়। প্রতি ভরি স্বণের ওপর ৩ হাজার টাকা শুল্ক প্রযোজ্য রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।