বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হলেও তা জেঁকে বসতে আরও কয়েকদিন পার হচ্ছে। পূর্বাভাস মতে, বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাতের ধারা এ সপ্তাহের শেষের দিকে শুরু হতে পারে। গতকাল (রোববার) দেশের অনেক এলাকায় বয়ে গেছে অসহ্য তাপদাহ। যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া রাজশাহীতে ৩৮.৯, খুলনায় ৩৮.২, ঢাকায় ৩৫.১ ডিগ্রি সে.। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরেনি কোথাও।
আবহাওয়া বিভাগ বলছে, বর্ষার মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ অতিক্রমের পর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অগ্রসর হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু আরও এগুবে।
আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাস মতে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
টাঙ্গাইল, রাজশাহী, পাবনা ও নওগাঁ অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।