রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির অভিভাবক প্রয়াত নেতা ব্রিগে. আ স ম হান্নান শাহ’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ গত বুধবার দিনব্যাপী বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা বিনিময় ও অসুস্থ্য দলীয় নেতা-কর্মীদের খোঁজখবর করেন।
দলীয় সূত্রে জানা যায়, শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাপাসিয়া সদর, তরগাঁও, কড়িহাতা, ঘাগটিয়াসহ বিভিন্ন স্থানে বিএনপি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া অসুস্থ্য উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রবীন নেতা দেলোয়ার হোসেন মাস্টারকে দেখতে তার কলেজ রোডের বাসায় যান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের সহ-সভাপতি মীর মাসুদ করীম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হুমায়ুন কবীর সরকার, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, যুবদল নেতা আরিফ হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।