Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

রোজাদার হত্যাকারী বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বাসের নিচে ফেলে একজন রোজাদারকে নির্মম হত্যাকাÐের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, শুধু রোজাদার নয় যেকোন যাত্রী তার প্রাণ বাঁচাতে পানি ইত্যাদি ক্রয়ের জন্য বাস থামানোর অনুরোধ করতে পারেন। এজন্য তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাসের চাক্কায় পিষ্ট করে হত্যা করা জঘণ্য ও বর্বরতম অপরাধ। এমন হত্যাকাÐের নজীর খুঁজে পাওয়া যাবে না। তিনি অবিলম্বে এ নির্মম হত্যাকাÐের সাথে জড়িত চালক ও হেল্পারদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। গতকাল সোমবার বাদ জোহর জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসা মিলনায়তনে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা-৪ নং জোন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শায়খুল হাদীস আল্লামা সোলায়মান নোমানী, মাওলানা মুজীবুর রহমান হামিদী, মাওলানা মিজানুর রহমান, মুফতি জসীমুদ্দীন কাসেমী। তিনি রমজান মাসে রোজাদারদের ইফতারির জন্য এবং সারা বছর নামাজের সময় দূরপাল্লার সকল বাসগুলোকে কমপক্ষে ১০ মিনিট বিরতি দেয়া বাধ্যতামূলক করার দাবী জানিয়ে বলেন, ওয়াক্তমত নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। ৯৫% মুসলমানের দেশে এ ফরজ বিধান পালনের সুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজাদার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ