পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজা হতে নয়, সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে কর্তৃত্ব বা জমিদারি করতে আসিনি। আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। পাওয়ার আকাক্সক্ষা নয়, ত্যাগ স্বীকারের মানসিকতা যাদের থাকবে, তারাই রাজনীতিতে এগিয়ে যাবে। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় যুব সংহতি আয়োজিত তাঁকে দেয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, দলের সবাইকে নিয়ে রাজনীতি করব। সবার মতামতের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত হবে। আমরা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী দলে পরিণত করতে কাজ করব। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে চাই। পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। সবাইকে নিয়েই আমরা শক্তিশালী জাতীয় পার্টি গড়তে চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টিতে কোনো বিদ্রোহী নেই।
জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, যারা জাতীয় পার্টি করবেন তাদের সবাইকেই এরশাদের নির্দেশনা মানতে হবে। আমরা দলকে কখনোই ছোট করতে চাই না, কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চাই না। আমরা সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে কাজ করব। এখন বাংলাদেশে রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী দিনে শুধু জাতীয় পার্টি একটি বড় দল হিসেবে শক্তিশালী অবস্থান নেবে জাতীয় রাজনীতিতে।
জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, হাজী সাইফুদ্দীন মিলন, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আক্তার এমপি, ভাইস চেয়ারম্যান সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আজম খান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, হাসিবুল ইসলাম জয়, সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।