পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : আমানত নিরাপত্তা তহবিল আসছে জুলাই থেকে। নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আগামী জুলাই থেকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর আমানত নিরাপত্তা তহবিল বাস্তবায়নের এ উদ্যোগ নিয়েছে। এমআরএর পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, বর্তমানে দেশে ৬৮২টি প্রতিষ্ঠান এমআরএ সনদ নিয়ে ক্ষুদ্রঋণবিষয়ক কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটির সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকরণের কাজ শুরু হয়েছে। শ্রেণীকরণের জন্য প্রতিষ্ঠানের ২০টি সূচককে বিবেচনায় নেয়া হচ্ছে। তিনি বলেন, এ জন্য আর্থিক সূচক ও আর্থিক বহির্ভূত সূচককে বিবেচনায় নেয়া হয়েছে। আর্থিক সূচকের মধ্যে প্রতিষ্ঠানের পুঁজি, সম্পদ (স্থায়ী-অস্থায়ী), ঋণ স্থিতি, আমানত, আয় ইত্যাদি রয়েছে। আর্থিক বহির্ভূত সূচকের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, সুশাসন, শাখা ও জনবল, সদস্য, ঋণগ্রহীতা ইত্যাদি বিবেচনা করা হবে। প্রতিষ্ঠানগুলোকে ক, খ, গ ও ঘ এই চারটি শ্রেণীতে ভাগ করা হবে। সেই শ্রেণী অনুযায়ী নিরাপত্তা তহবিলে অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে ‘ক’ শ্রেণীর ফি সবচেয়ে কম, মোট আমানতের শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ, ‘খ’ শ্রেণীর প্রতিষ্ঠানের ফি শূন্য দশমিক ১০ শতাংশ, ‘গ’ শ্রেণীর শূন্য দশমিক ১৫ শতাংশ ও ‘ঘ’ শ্রেণীর প্রতিষ্ঠানের ফি হার শূন্য দশমিক ২০ শতাংশ। প্রসঙ্গত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থ রক্ষায় গত বছরের ১ জানুয়ারি সরকার আমানতকারী তহবিল বিধিমালার গেজেট প্রকাশ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।