বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. সুলতান আহমদকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (রবিবার) ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই হলের প্রভোস্টের আগ্রহের প্রেক্ষিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ পদে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ বীন ছাদিক দায়িত্ব পালন করবেন।
ড. সুলতান আহমদ বলেন,উদ্দেশ্যমূলকভাবে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের উসকে দিয়েছে। যা শিক্ষার্থীরাও স্বীকার করেছে। আমি এসব কাদাছোড়াছুড়িতে থাকতে চাই না। তাই আমি ভিসির কাছে এ পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করি।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল পানির সমস্যা সমাধান, খাবারের মানবৃদ্ধিসহ বেশ কয়েক দফা দাবিতে হলের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে আবাসিক শিক্ষার্থীরা। এসময় তারা প্রভোস্টের পদত্যাগের দাবিও তোলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।