Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন

২৮ মার্চ পর্যন্ত সময়সীমা বর্ধিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ৮০ হাজার ১ শ’ ৬৪ জন হজযাত্রীর চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সরকারী ৬ হাজার ৫৭ জন এবং বেসরকারী ৭৪ হাজার ১শ ৭ জন হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল চূড়ান্ত নিবন্ধনের শেষ দিন। এখনো প্রায় ৪৫ হাজার প্রাক-নিবন্ধিত হজযাত্রী নিবন্ধন করা সম্ভব হয়নি। ধর্ম মন্ত্রণালয় গতকাল এক সার্কুলারে আগামী ২৮ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বর্ধিত করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১ লাখ ৮২ হাজার ৯শ’ ৪৩ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রী বর্তমানে অপেক্ষমান রয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পাদনকালে আরো অতিরিক্ত ২০ হাজার হজযাত্রী কোটা বরাদ্দের জন্য সউদী হজ ও ওমরাহ মন্ত্রীর কাছে প্রস্তাব উত্থাপন করেছেন। সউদী হজ ও ওমরাহ মন্ত্রী কোটা বৃদ্ধির প্রস্তাব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের কোটা বৃদ্ধির প্রস্তাব সউদী বাদশাহর কাছে পেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে, অনেক হজযাত্রীর নতুন পাসপোর্ট হাতে না পাওয়ায় এজেন্সীগুলো নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছে না। বাংলাদেশ এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী ও হাব ওলামা সোসাইটির অর্থ সচিব মাওলানা জাহিদ আলম জানান, তার হজ এজেন্সীর শতাধিক হজযাত্রীর নতুন পাসপোর্ট এখনো না পাওয়ায় নিবন্ধন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তিনি হজযাত্রীদের নতুন পাসপোর্ট দ্রুত সরবরাহের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ