Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবা হলেন নাফিস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

বাবা হলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। প্রথম সন্তান শাখওয়ার আলী নাফিসের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন তিনি। খবরটি নিজেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানান তিনি। নিজের অফিশিয়াল পেইজে কন্যা সন্তানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন নাফিস। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ১৯ মার্চ, ২০১৯ রাত সাড়ে ৯টা ৩০ মিনিটে আল্লাহ আমাদেরকে একটি কন্যা সন্তান দিয়েছেন। মা ও মেয়ে দু’জনই এখন ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

পেশায় আইনজীবী ঈশিতার সঙ্গে ১৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাফিস। এরপর ২০০৭ সালে জন্ম নেওয়া প্রথম সন্তান শাখওয়ার আলী নাফিস এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ