Inqilab Logo

শুক্রবার , ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৪ হিজরী

এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না চিত্রনায়িকা জয়া আহসান। ইতোমধ্যে তার বয়স ৪০ পার হয়ে গেলেও বিয়ে নিয়ে তার আপাতত কোনো পরিকল্পনা নেই। জয়া বলেন, আপাতত বিয়ের কোনো চিন্তা ভাবনা মাথায় নেই। পরিবার থেকে বিয়ের জন্য মাঝে মাঝেই চাপ দেয়। তবে কাজ নিয়ে এখন এতটাই ব্যস্ত যে এ ব্যাপারে চিন্তা করার সময় নেই। তবে তার জীবনসঙ্গী কেমন হবে এ সম্পর্কে ধারণা দিয়েছেন। জয়া বলেন, অবশ্যই বিচক্ষণ, অনুভ‚তিশীল, সৃজনশীল ও প্রতিশ্রæতিবান হতে হবে। আমাকে বুঝবে এবং সাপোর্ট দেবে। বিয়ে যখন করব, তখন সবাই এ বিষয়টি জানতে পারবেন। উল্লেখ্য, জয়ার সাবেক স্বামী মডেল ফয়সাল আহাসন। বিয়ের পর ধানমন্ডিতে প্রেমের স্মৃতিস্বরূপ তারা একটি ফাস্টফুডের দোকানও খুলেছিলেন। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ অজানা কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ২০১১ সালে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স লেটার পাঠান জয়া। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়া আহসান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ