Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূত্র সঞ্চয় করলেই হবে...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

গোটা দেশের মূত্র সংরক্ষিত করলে, ইউরিয়ার জোগান নিয়ে আর ভাবতে হবে না সরকারকে। কৃষি কাজের উন্নতির জন্য ভারতকে আর দেশের বাইরে থেকে মূল্যবান সার আমদানি করতে হবে না। শুধু মূত্র সঞ্চয় করলেই হবে। এমন অভিনব প্রস্তাব দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি। রোববার মহারাষ্ট্রের নাগপুর পৌর কর্পোরেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘মেয়র ইনোভেশন অ্যাওয়ার্ডস’ এ তরুণ বিজ্ঞানীদের সামনে বক্তৃতা রাখতে গিয়ে নিতিন বলেন, মানব মূত্র দিয়ে তৈরি করা যেতে পারে বায়ো-জ্বালানি। মূত্র থেকে অফুরন্ত নাইট্রোজেন এবং অ্যামোনিয়াম সালফেট পাওয়া যায়। তার এই অভিনব ভাবনাকে পাত্তা না দেয়ায় সরকারকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। মাঝে মধ্যেই অভিনব ধারণা ও পরামর্শ নিয়ে হাজির হন বিজেপির এ মন্ত্রী। কিন্তু তার আক্ষেপ, তারা ভাবনার মর্যাদা দেন না কেউ। নিতিন বলেন, ‘আমার ভাবনাগুলো এতটাই অভিনব, কেউ প্রয়োগ করতে চান না।’ এমনকি পৌরসভার অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সরকারে থাকায় কোনো কোম্পানি কিংবা কর্পোরেশনও এগিয়ে আসে না। জনগণকে ষাঁড়ের মতো তৈরি করা হয়েছে, যারা গতানুগতিক পথ ছাড়া এদিক-ওদিক তাকিয়ে দেখে না।’ অতীতে গো-মূত্রের প্রয়োজনীয়তার কথা বিজেপির বেশ কয়েকজন নেতা-মন্ত্রীর মুখে শোনা যায়। এবার নিতিন গডকড়ির এ প্রস্তাবে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কয়েক বছর আগেও মূত্র নিয়ে এমনই পরামর্শ দিতে দেখা গিয়েছিল নিতিন গডকড়িকে। পিটিআই, এনডিটিভি।



 

Show all comments
  • ash ৬ মার্চ, ২০১৯, ৬:১৬ এএম says : 0
    BJP R MOST LEADERS R STUPID !! AD PAGOL
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ