Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ককপিটে ঘুমাচ্ছেন পাইলট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ফ্লাইট চলাকালে ককপিটে বসেই ঘুমাচ্ছেন এক পাইলট। ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন কো-পাইলট। ওই ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আলোচনা-সমালোচনা হচ্ছে পাইলটদের কর্মঘণ্টা নিয়ে। স¤প্রতি চায়না এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঘটেছে ওই ঘটনা। এরপর ওই পাইলটকে শাস্তি ও কো-পাইলটকে হুঁশিয়ারি দেয়া হয়েছে বিমান সংস্থাটির পক্ষ থেকে। দেশটির সংবাদমাধ্যমগুলোতে এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েং জিয়াকি নামের ওই ব্যক্তি চায়না এয়ারলাইন্সের একজন সিনিয়র পাইলট। ২০ বছর ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। এদিকে কিছুদিন আগেই ওই এয়ারলাইন্সের পাইলটরা সাত দিনের এক ধর্মঘট করেছিলেন। তারা লম্বা সময় কাজ ও ক্লান্ত পাইলটদের দিয়ে কাজ করানোর প্রতিবাদ করেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাইলট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ