Inqilab Logo

মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪ হিজরী

খুলনা জেলা ছাত্রদল সভাপতি কারাগারে

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি সেখ কামরান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি আয়োজনকালে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ছাত্রদল নেতা কামরান হাসানের বিরুদ্ধে নাশকতার চারটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে কারণেই তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
খুলনা জেলা বিএনপিসাধারণ সম্পাদক এড. শফিকুল আলম মনা বলেন, সদর থানাসংলগ্ন দলীয় কার্যালয় থেকে যাওয়ার পথে থানার মোড় থেকে বিনা উস্কানিতেই পুলিশ তাকে গ্রেফতার করে। দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলোতে সে জামিনেই ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা জেলা ছাত্রদল সভাপতি কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ