Inqilab Logo

বুধবার , ৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ যিলক্বদ ১৪৪৪ হিজরী

পোস্তগোলায় দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় পিকআপভ্যানের ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছে। গত শনিবার রাতে ছাত্র পড়িয়ে বাসায় ফেরার জন্য পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন আফরোজা আক্তার(২৫)। এ সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তির অপেক্ষায় ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় আফরোজাকে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আফরোজার মামাতো ভাই শরীফুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, আফরোজার বাবার নাম রবিউল ইসলাম। তাদের বাসা জুরাইন আইজি গেট কবরস্থান সড়কে। এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যায়ে এমবিএতে ভর্তির সুযোগ পেয়েছিলেন আফরোজা। গতকাল রোববার তার ভর্তি হওয়ার কথা ছিল। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ