Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যান্সার জয় করে গানে ফিরলেন স্বীকৃতি

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত বছরের মাঝামাঝিতে কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার চিকিৎসার জন্য অর্থ সাহায্য দিয়ে সংগীতাঙ্গনের মানুষসহ অনেকেই এগিয়ে এসেছিলেন। স্বীকৃতি এখন আগের চেয়ে ভাল আছেন। নিয়মিত ওষুধ ও চিকিৎসা নিচ্ছেন। তবে চমক জাগানিয়া খবর হলো ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা এই শিল্পী গানে ফিরছেন। একটি চলচ্চিত্রের আইটেম গানে প্লেব্যাক করতে যাচ্ছেন। ‘কল্প না’ নামের একটি সিনেমার প্লেব্যাক করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন খান জেহাদ। এ সিনেমায় একটি আইটেম গানে কণ্ঠ দেবেন স্বীকৃতি। আইটেম গানটির কথা লিখেছেন সোমেশ্বর ওলি। মাহমুদ ও মার্সেলের সুর-সংগীতায়জনে গানটিতে স্বীকৃতির সঙ্গে গাইবেন নাহিয়ান খান। মগবাজারস্থ অন্তরা স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানে ফেরা প্রসঙ্গে স্বীকৃতি বলেন, সবার দোয়া ও অকৃত্রিম ভালোবাসায় আমি এখন অনেকটাই সুস্থ। শরীরের আগের সেই যন্ত্রণা নেই। তবে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব ভোগায়। চোখের দৃষ্টিতে সমস্যাসহ নানা রকম উপসর্গ দেখা দিয়েছে। কিছু চিকিৎসা নিতে হচ্ছে। তবে আমার জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আবারো গানে ফিরতে পারা। আমি ভাবিনি আবার গাইতে পারবো। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। যতদিন সুস্থ থাকব গানের সঙ্গেই বেঁচে থাকতে চাই। এই গানের জন্যই এত মানুষকে আমি পাশে পেয়েছি। নতুন করে জীবনটা শুরু করার সাহস পেয়েছি। চিকিৎসক উপদেশ দিয়েছেন আমি যেন আবারো স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে যাই। সবার সঙ্গে মিশলে, কথা বললে মানসিক অবস্থার উন্নতি হবে। গানটি করতে পেরে খুব ভাল লাগছে। কতকিছুরই ভয় ছিলো আমার। সব জয় করে আবারো গাইতে পারছি। আবারো শ্রোতাদের জন্য নতুন গান উপহার দিতে পারব, এই আনন্দ প্রকাশের কোনো ভাষা জানা নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। নির্মাতা জেহাদ বলেন, স্বীকৃতি দেশের স্বনামধন্য শিল্পীদের একজন। চলচ্চিত্রের গানে তার অভিজ্ঞতা অনেক দিনের। বিশেষ করে আইটেম গানে এই শিল্পীর জনপ্রিয়তা রয়েছে। অনেকদিন তিনি অসুস্থতার জন্য আমাদের থেকে দূরে ছিলেন। তাকে নিয়ে কাজ করার সুযোগ এসেছে বলে সেটা মিস করতে চাইনি। সিনেমাটির শূটিং গতকাল থেকে নেত্রকোনার বিরিসিরিতে শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যান্সার জয় করে গানে ফিরলেন স্বীকৃতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ