Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রাবাড়ীতে পুলিশের হাতে আসামি মৃত্যুর অভিযোগ

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের হাতে আটক হওয়ার পর এক আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার নাম জামাল উদ্দিন রিপন(৪৫)। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শনিবার রাত ১১টার দিকে যাত্রাবাড়ী কাজলা শেখদিবাজার এলাকা থেকে পুলিশ রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ‘বুকে ব্যথা’ অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন যাত্রাবাড়ীর থানায় দায়ের করা মামলার আসামি ছিলেন। রিপন আগে থেকেই উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে রিপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের নির্যাতনের কারনে রিপনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামি মৃত্যুর অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ