Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে মসজিদের জমি নিয়ে বিরোধে যুবক নিহত

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পার্বতীপুরে মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহাদ আলী হুদ্দু (৪৫) নামে এক যুবক নিহত হয়। গত বৃহস্পতিবার রাতে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চৌপথি বাজারের পার্শ্বে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত সানোয়ার, হাসিনুল, কামাল ও সবুজকে রাতেই পার্বতীপুর মডেল থানায় পুলিশ গ্রেফতার করে। হামলায় আহাদ আলী হুদ্দু, হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামে মৃত বাবু শেখের ছেলে।

জানা যায়, পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামের মৃত আ. খালেক হাজী ৪০-৪৫ বছর আগে ওই গ্রামের মসজিদের নামে তিন একর জমি ওয়াকফ করে দেয়। মসজিদ কর্র্র্তৃপক্ষ তখন থেকে ওই জমি ভোগ দখল করতে থাকে। বছর দুয়েক আগে সানোয়ার, হাসিনুল গং ওই জমি দখল করে নিলে গ্রামবাসীর সাথে তাদের বিরোধ শুরু হয়। জমি উদ্ধারের জন্য গ্রামবাসীর পক্ষে আহাদ আলী কুদ্দু জমির কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতে থাকেন।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সানোয়ার, হাসিনুল, কালাম সবুজসহ পাঁচ-সাতজন চৌপথি বাজার থেকে হুদ্দুকে ধরে পার্শ্বের জমিতে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করে। পরে বাজারের লোকজন গিয়ে হুদ্দুকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান। পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ