বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ আবাসিক হলের নাম ফলক ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। মঙ্গলবার বিকেলে হলের প্রবেশদ্বারে থাকা স্টিলের নাম ফলক রড দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে তারা। হল সড়কে থাকা পথ নির্দেশিকা থেকেও খালেদার জিয়ার নাম কালো কালি দিয়ে মুছে দেয়া হয়েছে। ২০০৬ সালে ৫০০ আবাসন ব্যবস্থা নিয়ে উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এ হলটি। ছাত্রলীগ নেতাকর্মীরা বীর প্রতীক তারামন বিবির নামে হলটির পুনরায় নামকরণ করার দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অভিযোগ, আদালত কর্তৃক এতিমদের অর্থ আত্মসাৎকারী দন্ডপ্রাপ্ত আসামী ও যার মদদে একুশ আগস্ট গ্রেনেড হামলা সংগঠিত হয়েছিল এমন ব্যক্তির নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠে কোন স্থাপনা থাকতে পারে না। এটা বাঙালি জাতি হিসেবে লজ্জাজনক। ছাত্রলীগের পক্ষ থেকে বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এই স্থাপনার নাম পরিবর্তনের জন্য জোর দাবি জানানো হয়। এ সময় বীর প্রতীক তারামন বিবির নামে হলটির পুনরায় নামকরণ করার দাবি জানান।
এ বিষয়ে প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ইনকিলাবকে বলেন, এভাবে মুখে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।