Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসানীর স্বপ্নের বাংলাদেশ আজ জালিমশাহীর দুঃশাসনে নিমজ্জিত

আলোচনা সভায় ব্যারিস্টার তাসমিয়া প্রধান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্বপ্ন দেখা বাংলাদেশ আজ জালিমশাহীর দুঃশাসনে নিমজ্জিত। স্বাধীনতার স্বপ্নগুলোকে দুঃশাসনের যাতাকলে পিষে মেরে ফেলা হচ্ছে। গতকাল সোমবার বিকালে জাগপা’র আসাদ গেট দলীয় কার্যালয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম ওফাত দিবসে আয়োজিত ‘ভাসানীর মিলিত সংগ্রাম ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাসমিয়া প্রধান বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে জালিমশাহীর শেষ রক্ষা হবে না জেনেই তারেক রহমান এখন তাদের জন্য চরম আতংকের বিষয় হয়ে পড়েছে। হাজার মাইল দূরে থেকেও নেতাকর্মীদের সাথে সাংগঠনিক আলাপ সরকারের মধ্যে ভীতি সঞ্চার করেছে। সুতরাং তারেক রহমান দেশে ফিরে এলে আওয়ামী লীগের কি হবে ভেবে দেখুন? তিনি বলেন, কোটি জনতার নয়নের মনি ও তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেও জাগপা নির্বাচনে যাবে। তবে শপথ নিলাম ভোটের পূর্বেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবোই। জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জাগপা’র সিনিয়র সহ সভাপতি রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম শাহাদাৎ প্রমুখ।



 

Show all comments
  • শওকত আকবর ২০ নভেম্বর, ২০১৮, ৭:১৫ এএম says : 0
    ব্যারিস্টার তাসমিয়া প্রধান সুভেচ্চা অভিনন্দন | আপনার পিতা শফিউল আলম প্রধান যে,স্বচ্ছ ও স্বাচ্চা জাতীয়তাবাদ প্রতিস্ঠার আন্দলন করেছিলেন , আশা করি আপনিও তা লালন করবেন| কায়েমী শক্তিধর শাষকের ভয়ভ্রুকুটি উপেখ্খা করে আজীবন সংগ্রাম করে গেছেন আমি তার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করি||||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ